Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ফেব্রুয়ারি ২০২৩

চায়ের উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-01-25

চট্টগ্রাম; ২৫.০১.২০২৩খ্রি.: বাগানের মালিক ও ব্যবস্থাপকদের অংশগ্রহণে “চা উৎপাদন কম হওয়ার কারণ উদঘাটন এবং উত্তরণের উপায়” শীর্ষক এক মতবিনিময় সভা আজ (২৫ জানুয়ারি, ২০২৩খ্রি.) বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি মহোদয়ের সভাপতিত্বে বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ২০২০, ২০২১ এবং ২০২২ সালে পরপর তিনবছর যেসব বাগানের উৎপাদন; জাতীয় গড় উৎপাদনের চেয়ে কম হয়েছে; সেসব বাগানে কম উৎপাদনের কারণ বিশ্লেষণ ও উৎপাদন বৃদ্ধিতে ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা এবং উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উৎপাদনে পিছিয়ে থাকা চা বাগানের মালিক ও ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন। বোর্ডের ভারপ্রাপ্ত উপপরিচালক (পরিকল্পনা) সুমন শিকদার সভার শুরুতে চা উৎপাদনের বছরভিত্তিক তুলনামূলক উৎপাদন চিত্র ও তথ্য উপস্থাপন করেন। পরবর্তীতে অংশগ্রহণকারীরা উৎপাদন কম হওয়ার কারণ বিশ্লেষণ এবং ভবিষ্যতে চায়ের উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন। এসময় চা বোর্ডের পক্ষ থেকে বাগানের উৎপাদন বৃদ্ধিতে বৈজ্ঞানিক পরমর্শ, প্রযুক্তিগত সহায়তা ও নিয়মিত মনিটরিং বৃদ্ধিসহ সব ধরণের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

বোর্ডের সচিব মোছা: সুমনী আক্তারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মো: কামরুল আমিন, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এর ভারপ্রাপ্ত পরিচালক ড. মো: ইসমাইল হোসেন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, চা বোর্ডের ভারপ্রাপ্ত ‍উপপরিচালক (বাণিজ্য) মুহাম্মদ মদহুল কবীর চৌধুরী, অর্থনীতিবিদ জিএম আহসান হাবিব, গবেষণা কর্মকর্তা মো. নাজমুল আলম, পরিসংখ্যান কর্মকর্তা আফরিদা ইয়াসমীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।