Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০২৪

সাম্প্রতিক কর্মকাণ্ড

  • বাংলাদেশ চা বোর্ড এর উদ্যোগে “স্মার্ট বাংলাদেশের সংকল্প, রপ্তানিমুখী চা শিল্প” প্রতিপাদ্য নিয়ে ০৪ জুন, ২০২৪ তারিখে বর্ণাঢ্য আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থবারের মত “জাতীয় চা দিবস” উদযাপন এবং দ্বিতীয়বারের মত “জাতীয় চা পুরস্কার ২০২৪” প্রদান করা হয়েছে। 

  • বাংলাদেশ চা বোর্ড ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ এ দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় স্টল নির্মাণ করে মেলায় সৌন্দর্য বৃদ্ধি এবং স্টলে প্রদর্শিত পণ্য ও সেবার মান দর্শকদের প্রশংসা অর্জন করায় ‘জেনারেল স্টল’ ক্যাটাগরিতে ১ম পুরস্কার অর্জন করেছে। 
  • ১৮৪ বছরের ইতিহাসে চা উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। চা উৎপাদনের অতীতের সকল রেকর্ড অতিক্রম করে ২০২৩ সালে দেশের ১৬৮টি চা বাগান এবং ক্ষুদ্রায়তন চা বাগান থেকে রেকর্ড পরিমাণ মোট ১০২.৯২ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। শুধুমাত্র উত্তরাঞ্চলে সমতলের চা বাগান ও ক্ষুদ্রায়তন বাগান থেকেও ২০২৩ সালে রেকর্ড পরিমাণ ১৭.৯৩ মিলিয়ন কেজি চা জাতীয় উৎপাদনে যুক্ত হয়েছে।দেশের চা শিল্পের ইতিহাসে এটি একটি মাইলফলক।
  • ২১.১২.২০২৩ খ্রি. তারিখে লালমনিরহাটে চা বোর্ডের স্থায়ী অফিস উদ্বোধন।
  • ০২.০৯.২০২৩ খ্রি. তারিখে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন।
  • ১৩.০৯.২০২৩ খ্রি. তারিখে ‘টি সফট’ অ্যাপ উদ্বোধন।
  • ০৪ জুন, ২০২৩ খ্রি. তারিখে ৩য় বারের মত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় চা দিবস-২০২৩ উদযাপন।
  • জাতীয় চা দিবস ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মত চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ ব্যক্তি/প্রতিষ্ঠান কে জাতীয় চা পুরস্কার ২০২৩ প্রদান। 
  • আট ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন: (১) একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান- ভাড়াউড়া চা বাগান (২) সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান-মধুপুর চা বাগান (৩) শ্রেষ্ঠ চা রপ্তানিকারক-আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লি. (৪) শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী-মো: আনোয়ার সাদাত সম্রাট (পঞ্চগড়) (৫) শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান- জেরিন চা বাগান (৬) বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ কোম্পানি-কাজী এন্ড কাজী টি এস্টেট লি: (৭) দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা কোম্পানি-গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লি: (৮) শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (চা শ্রমিক)- উপলক্ষী ত্রিপুরা, নেপচুন চা বাগান।
  • জাতীয় চা পুরস্কার নীতিমালা ২০২২ প্রকাশ।
  • ২০২২ খ্রিস্টাব্দে দেশে ৯৩.৮৩ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।
  • ২০২২ খ্রিস্টাব্দে শুধুমাত্র উত্তরাঞ্চলের জেলাগুলোতে (পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারি) বৃহৎ চা বাগান ও ক্ষুদ্রায়তন চা বাগানে রেকর্ড পরিমাণ ১৭.৭৬ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। 
  • ২০২১ খ্রিস্টাব্দে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ ৯৬.৫০৬ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে।
  • দেশের উত্তরাঞ্চলে ২০২১ খ্রিস্টাব্দে রেকর্ড পরিমাণ ১৪.৫৪ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।
  • ‘বান্দরবান টি’ নামে আন্তর্জাতিক মানের চা ব্র্যান্ড উদ্ভাবন এবং নান্দনিক ও আকর্ষণীয় মোড়কে উপস্থাপন করা হচ্ছে।
  • ২০২২ সালে প্রথমবারের মত ‘টি টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল’ কোর্স চালু
  • চা শিল্পের উন্নয়নের “উন্নয়নের পথনকশা: বাংলাদেশ চা শিল্প” এর স্বল্প মেয়াদী (২০১৬-২০২০) লক্ষ্যমাত্রা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। স্বল্প মেয়াদী লক্ষ্যমাত্রার ১০০% অর্জিত হয়েছে। এছাড়া মধ্য মেয়াদী (২০২১-২০২৫) লক্ষ্যমাত্রার বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে।
  • লালমনিরহাট প্রকল্পের মেয়াদ ৩০ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত (দুই বছর) বৃদ্ধিকরণ। লালমনিরহাটে চা বোর্ড ক্যাম্প অফিস স্থাপনের লক্ষ্যে ১ একর জমি অধিগ্রহণ।
  • সিএইচটি প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বৃদ্ধিকরণ।
  • বান্দরবান জেলার রুমায় এবং লালমনিরহাট জেলার সদরে বাংলাদেশ চা বোর্ড ক্যাম্প অফিস স্থাপনের কার্যক্রম শুরু।
  • করোনা মহামারীর কারণে চা শিল্পে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১২০.০০ কোটি টাকা প্রনোদনা প্রদান।
  • মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলে চা আইন, ২০১৬ অন্তর্ভুক্তকরণ সংক্রান্ত গেজেট প্রকাশ।
  • ১৫ মার্চ, ২০২১ খ্রিষ্টাব্দ তারিখে চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে পরীক্ষামূলকভাবে অনলাইন চা নিলাম কার্যক্রম চালু। 
  • ২০২০ খ্রিস্টাব্দে ৮৬.৩৯ মিলিয়ন কেজি চা উৎপাদন।
  • ২০২০ খ্রিস্টাব্দে ২.১৭ মিলিয়ন কেজি চা রপ্তানি।
  • ২০১৯ খ্রিস্টাব্দে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড পরিমাণ ৯৬.০৭ মিলিয়ন কেজি চা উৎপাদন। যেখানে ২০০৯ খ্রিস্টাব্দে চায়ের উৎপাদন ছিল ৫৯.৯৯ মিলিয়ন কেজি।
  • বাংলাদেশ চা শিল্পের উন্নয়নের জন্য ১১ টি কর্ম কৌশল অন্তর্ভুক্ত করে “উন্নয়নের পথনকশা: বাংলাদেশ চা শিল্প” তৈরি করা হয়; যা ৩১ জানুয়ারি, ২০১৭ খ্রিস্টাব্দে মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক অনুমোদিত হয়। অনুমোদনের পর গত পাঁচ (০৫) বছরে “উন্নয়নের পথনকশা: বাংলাদেশ চা শিল্প” এর কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং এর বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে।
  • বান্দরবান, লালমনিরহাট এবং পঞ্চগড় জেলায় চা আবাদ সম্প্রসারণের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।
  • বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উচ্চ ফলনশীল ২৩টি ক্লোন এবং একটি বাই- ক্লোনেল বীজ উদ্ভাবন।
  • বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এ দেশের সর্বপ্রথম স্বয়ংক্রিয় “গ্রিন টি কারখানা” স্থাপন।
  • “চা সেবা” এবং “দুটি পাতা একটি কুড়ি” নামে দুটি মোবাইল অ্যাপ চালু।
  • “বাংলাদেশ চা” প্রচারের জন্য চারটি (০৪) প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র স্থাপন; এবং “বাংলাদেশ চা” নামে একটি বিশ্বমানের চা ব্র্যান্ড তৈরি করার পাশাপাশি আকর্ষণীয় প্যাকেজসহ উপস্থাপন।
  • ০৮ ডিসেম্বর, ২০১৭ খ্রিস্টাব্দে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র চালু।
  • অনলাইনে চা লাইসেন্স আবেদন গ্রহণ এবং লাইসেন্স প্রদানের লক্ষ্যে ‘অনালাইন টি লাইসেন্স সিস্টেম’ চালুকরণ।
  • ক্ষুদ্র চা চাষীদের হাতে কলমে চা চাষ বিষয়ে প্রশিক্ষণের জন্য বাংলাদেশ চা বোর্ড কর্তৃক “ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল” চালু।