ফটিকছড়ি, ৯ ফেব্রুয়ারি’২০২৫: বিটিআরআই উপকেন্দ্র, ফটিকছড়ি, চট্টগ্রামে তিন দিন ব্যাপী (৯-১১ ফেব্রুয়ারি’২০২৫) চা আবাদ বিষয়ক বার্ষিক প্রশিক্ষণ কোর্স-২০২৫ আজ (০৯.০২.২০২৫) শুরু হয়েছে।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির তাঁর উদ্বোধনী বক্তব্যে চায়ের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গুনগতমান নিশ্চিতকরণ এবং চা বাগানগুলোকে কিভাবে লাভজনক করা যায় সে বিষয়ে বাগানগুলোকে উদ্যোগ গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে চেয়ারম্যান মহোদয় উপকেন্দ্রের নার্সারী এবং চা আবাদি পরিদর্শন করেন।
প্রশিক্ষণ কোর্স এর প্রথম দিনে প্রশিক্ষণার্থীদের প্রি এসেসমেন্ট টেস্ট নেয়া হয় এবং বিটিআরআই- এর ভারপ্রাপ্ত পরিচালক ড. মো: ইসমাইল হোসেন খরা ব্যবস্থাপনা, চা প্রসেসিং এবং বিভিন্ন ধরনের ক্লোন নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, বার্ষিক প্রশিক্ষণ কোর্সে বিটিআরআই এর বিজ্ঞানী, চা বোর্ডের কর্মকর্তাগণ, চা বাগান মালিক, সিনিয়র প্লান্টার্সবৃন্দ, ব্যবস্থাপক, সহকারি ব্যবস্থাপক ও নতুন উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। বার্ষিক কোর্সে চট্টগ্রাম অঞ্চলের ১৫ টি চা বাগান হতে আগত ৩২ জন প্রশিক্ষণার্থীকে চা আবাদের নানা কলা-কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এর ভারপ্রাপ্ত পরিচালকের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ চা বোর্ডের সদস্য ড. পীযূষ দত্ত এবং বাংলাদেশীয় চা সংসদ এর চট্টগ্রাম ভ্যালির চেয়ারম্যান জনাব মো: আবুল বাশার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।