Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০২৪

ইনোভেশন শোকেজিং অনুষ্ঠিত (০৮.০৫.২০২৪খ্রি.)


প্রকাশন তারিখ : 2024-05-08

বাংলাদেশ চা বোর্ডের ই-গর্ভানেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়নের অংশ হিসেবে সেবা গ্রহীতাদের অংশগ্রহণে চা বোর্ড প্রাঙ্গণে "ইনোভেশন শোকেসিং" এর আয়োজন করা হয়। শোকেজিং এ চা বোর্ড ও এর আওতাধীন বিটিআরআই এবং পিডিইউ কর্তৃক ইতোপূর্বে উদ্ভাবিত/ সহজিকৃত/ ডিজিটাইজডকৃত সেবাসমূহ গ্রাহকদের মাঝে তুলে ধরা হয়। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ চা বোর্ডের কর্মকর্তাবৃন্দ, চা বাগান মালিক, ম্যানেজরা ও চা ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দও এসময় উপস্থিত ছিলেন। চা বোর্ডের ৮টি উদ্ভাবিত/সহজিকৃত/ডিজিটাইজকৃত সেবা সংশ্লিষ্ট উদ্ভাবকগণ এসময় শোকেজিং করেন। তাঁরা সেবাগুলোর অতীত ও বর্তমান অবস্থা তুলে ধরেন এবং গ্রাহকদের নানাধরণের প্রশ্নের উত্তর প্রদান করেন।