Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ২২ ধরণের অবৈধ ব্র্যান্ডের চা জব্দ


প্রকাশন তারিখ : 2023-09-03

০৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. চট্টগ্রাম:

চট্টগ্রাম শহরে আজ (০৩ সেপ্টেম্বর, রবিবার) মোবাইল কোর্টের এক অভিযানে ২২ ধরণের অবৈধ ব্র্যান্ডের চা জব্দ করা হয়েছে। এসময় চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা, অনুমোদনহীন চা ব্র্যান্ড ও নকল প্যাকেট ব্যবহার এবং চা ক্রয়ের বৈধ কাগজপত্র না থাকায় শহরের চাক্তাই এলাকায় তিনটি প্রতিষ্ঠানকে পঁচাত্তর হাজার টাকা জরিমানা করেছে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত।

রবিবার বিকালে শহরের চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে নিজাম টি হাউজকে পঞ্চাশ হাজার, চট্টলা টি হাউজকে বিশ হাজার এবং আবুল কাশেম নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এসময় আদালতের উপস্থিতি টের পেয়ে চায়ের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় ব্যবসায়ীরা চা ব্যবসার বৈধ লাইসেন্স এবং চা ক্রয়-বিক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া ২২ ধরণের অনুমোদনহীন অবৈধ ব্র্যান্ডে চা বাজারজাত করছিলো বলেও প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান বিষয়ে মোহাম্মাদ রুহুল আমীন বলেন, “চাক্তাই বাজারের কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়া অনুমোদনহীন ব্র্যান্ডে চা প্যাকেটজাত করে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে বাজারজাত করছে মর্মে তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। চা ব্যবসায় যেসব অনিয়ম রয়েছে তা প্রতিরোধে সারা দেশে চা বোর্ড মোবাইল কোর্ট পরিচালনা করছে। এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

বাংলাদেশ চা বোর্ডের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং বাকলিয়া থাকার পুলিশ সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।