বান্দরবানে চা আবাদ সম্প্রসারণ ও গুণগতমানের চা উৎপাদন বিষয়ে ক্ষুদ্র চাষীদের অংশগ্রহণে একটি কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের বিটিআরআই উপকেন্দ্র, বান্দরবানের উদ্যোগে ৬ নভেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় চা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় চা চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বাগান পরিচর্যা ও ভালো চা উৎপাদন বিষয়ে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
কর্মশালা শেষে স্থানীয় চাষীরা বান্দরবানে চা চাষের বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা সমাধানে করণীয় এবং ও ভবিষ্যত সম্ভাবনা বিষয়ে মতামত তুলে ধরেন।
এসময় চা বোর্ড থেকে চাষীদের প্রয়োজনীয় সকল প্রযুক্তিগত সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখা হবে মর্মে জানানো হয়।