Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd August ২০২৩

পঞ্চগড়ে দুটি চা ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা


প্রকাশন তারিখ : 2023-08-21

প্রেস বিজ্ঞপ্তি

পঞ্চগড়ে দুটি চা ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

২১ আগস্ট, ২০২৩ খ্রি. পঞ্চগড়: চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা, নকল ট্রেড মার্ক ও মূসক চালান ব্যবহার, ভ্যাট ফাঁকি এবং কালোবাজার থেকে চা ক্রয়ের অপরাধে আজ (২১ আগস্ট, সোমবার) পঞ্চগড় সদর উপজেলার দুটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত।

সোমবার পঞ্চগড় সদর উপজেলায় অভিযান পরিচালনা করে মীরপুরি চা কে ৫০ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স কে ২ লাখ টাকা জরিমানা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।

অবৈধ চা ব্যবসা বন্ধ, চা ব্যবসায় নানা অনিয়ম এবং সরকারের রাজস্ব ফাঁকি প্রতিরোধে পঞ্চগড়ের বিভিন্ন চা ব্যবসা প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের সহায়তায় আজ দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ বিষয়ে মোহাম্মাদ রুহুল আমীন বলেন, “চা বোর্ডের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ব্যবসা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া কালোবাজার থেকে চা কিনে সরকারের বিপুল পরিমাণ ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিচ্ছে কিছু অসৎ চা ব্যবসায়ী। চা ব্যবসার এসব অনিয়ম প্রতিরোধে চা বোর্ড পঞ্চগড়ে গত তিন দিন ধরে মোবাইল কোর্ট পরিচালনা করছে। এ ধরণের অভিযান চলমান থাকবে।”

এছাড়াও তিনি চা ব্যবসায়ীদের প্রয়োজনীয় সকল লাইসেন্স নিয়ে ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করে বৈধ ভাবে ব্যবসা পরিচালনার নির্দেশনাও প্রদান করেন।

 

বাংলাদেশ চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা মো: আমির হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সায়েদুল হক এবং পঞ্চগড় সদর থানার পুলিশ সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।