Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ফেব্রুয়ারি ২০২৩

সাম্প্রতিক কর্মকাণ্ড

  • জাতীয় চা পুরস্কার নীতিমালা ২০২২ প্রকাশ।
  • ২০২২ খ্রিস্টাব্দে দেশে ৯৩.৮৩ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।
  • ২০২২ খ্রিস্টাব্দে শুধুমাত্র উত্তরাঞ্চলের জেলাগুলোতে (পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারি) বৃহৎ চা বাগান ও ক্ষুদ্রায়তন চা বাগানে রেকর্ড পরিমাণ ১৭.৭৬ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। 
  • গত ০৪ জুন, ২০২২ তারিখে দ্বিতীয় বারের মত বর্ণাঢ্য আয়োজনে জাতীয় চা দিবস-২০২২ উদযাপন।
  • ২০২১ খ্রিস্টাব্দে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ ৯৬.৫০৬ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে।
  • দেশের উত্তরাঞ্চলে ২০২১ খ্রিস্টাব্দে রেকর্ড পরিমাণ ১৪.৫৪ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।
  • ‘বান্দরবান টি’ নামে আন্তর্জাতিক মানের চা ব্র্যান্ড উদ্ভাবন এবং নান্দনিক ও আকর্ষণীয় মোড়কে উপস্থাপন করা হচ্ছে।
  • ২০২২ সালে প্রথমবারের মত ‘টি টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল’ কোর্স চালু
  • চা শিল্পের উন্নয়নের “উন্নয়নের পথনকশা: বাংলাদেশ চা শিল্প” এর স্বল্প মেয়াদী (২০১৬-২০২০) লক্ষ্যমাত্রা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। স্বল্প মেয়াদী লক্ষ্যমাত্রার ১০০% অর্জিত হয়েছে। এছাড়া মধ্য মেয়াদী (২০২১-২০২৫) লক্ষ্যমাত্রার বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে।
  • লালমনিরহাট প্রকল্পের মেয়াদ ৩০ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত (দুই বছর) বৃদ্ধিকরণ।
  • সিএইচটি প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বৃদ্ধিকরণ।
  • বান্দরবান জেলার রুমায় এবং লালমনিরহাট জেলার সদরে বাংলাদেশ চা বোর্ড ক্যাম্প অফিস স্থাপনের কার্যক্রম শুরু।
  • করোনা মহামারীর কারণে চা শিল্পে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১২০.০০ কোটি টাকা প্রনোদনা প্রদান।
  • মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলে চা আইন, ২০১৬ অন্তর্ভুক্তকরণ সংক্রান্ত গেজেট প্রকাশ।
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ জুন ১৯৫৭ তারিখ হতে ২৩ অক্টোবর ১৯৫৮ তারিখ পর্যন্ত চা বোর্ডের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থেকে বাঙালি জাতিকে সম্মানিত করেন। বঙ্গবন্ধু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে চা শিল্পের উন্নয়নে অবিস্মরণীয় অবদান রাখেন। চা শিল্পে বঙ্গবন্ধুর অসামান্য অবদান ও চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাঁর যোগদানের তারিখকে স্মরণীয় করে রাখতে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে চা শিল্পের ভূমিকা বিবেচনায় মুজিববর্ষে ০৪ জুনকে ‘জাতীয় চা দিবস’ ঘোষণা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ চা বোর্ড এর উদ্যোগে ‘মুজিববর্ষের অঙ্গীকার, চা শিল্পের প্রসার’ স্লোগান নিয়ে গত ০৪ জুন ২০২১ তারিখে বর্ণাঢ্য আয়োজনে দেশের সকল চা উৎপাদনকারী অঞ্চলে উদযাপিত হয়েছে ১ম জাতীয় চা দিবস-২০২১। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুনশি, এমপি চা দিবসের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো: জাফর উদ্দীন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান।
  • বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুনশি, এমপি গত ০৪ জুন ২০২১ তারিখে জাতীয় চা দিবস-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ডের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) কর্তৃক উদ্ভাবিত উন্নতজাতের চা চারা বিটি-২২ ও বিটি-২৩ অবমুক্ত করেন। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে চা শিল্পের জন্য উন্নতজাতের ক্লোন দুটি অবমুক্ত করা হয়।
  • ১৫ মার্চ, ২০২১ খ্রিষ্টাব্দ তারিখে চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে পরীক্ষামূলকভাবে অনলাইন চা নিলাম কার্যক্রম চালু। 
  • ৪ জুন ‘জাতীয় চা দিবস’ ঘোষণা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ জুন ১৯৫৭ খ্রি. হতে ২৩ অক্টোবর ১৯৫৮ খ্রি. পর্যন্ত প্রথম বাঙালি হিসেবে চা বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন কালে ঢাকার মতিঝিলে সরকারের বরাদ্দকৃত জমিতে চা বোর্ডের প্রধান কার্যালয় স্থাপন কাজ ত্বরান্বিতকরণ, চা শিল্পের সম্প্রসারণ, গবেষণা ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে অবিস্মরণীয় অবদান রাখেন। এছাড়াও স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত চা বাগান পুনর্গঠন, বাগান মালিকদের ভর্তুকি প্রদান এবং টি রিসার্স স্টেশনকে পূর্ণাঙ্গ চা গবেষণা ইনস্টিটিউটে (বিটিআরআই) উন্নীতকরণের কাজটিও তিনি সম্পন্ন করেন। তাঁর এ যুগান্তকারী অবদানকে স্মরণীয় করে রাখার জন্য বিগত ২০ জুলাই ২০২০ খ্রি. তারিখ মন্ত্রিসভার বৈঠকে চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে বঙ্গবন্ধুর দায়িত্ব গ্রহণের তারিখ ৪ জুনকে প্রতি বছর “জাতীয় চা দিবস” হিসেবে পালনের অনুমোদন দেয়া হয়।
  • ২০২০ খ্রিস্টাব্দে ৮৬.৩৯ মিলিয়ন কেজি চা উৎপাদন।
  • ২০২০ খ্রিস্টাব্দে ২.১৭ মিলিয়ন কেজি চা রপ্তানি।
  • ২০১৯ খ্রিস্টাব্দে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড পরিমাণ ৯৬.০৭ মিলিয়ন কেজি চা উৎপাদন। যেখানে ২০০৯ খ্রিস্টাব্দে চায়ের উৎপাদন ছিল ৫৯.৯৯ মিলিয়ন কেজি।
  • ২০১৭ খ্রিস্টাব্দে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো “টি এক্সপো-২০১৭” আয়োজন এবং ২০১৮ খ্রিস্টাব্দে দ্বিতীয় বারের মতো “টি এক্সপো-২০১৮” আয়োজন ও সফলভাবে সমাপ্তকরণ।
  • বাংলাদেশ চা শিল্পের উন্নয়নের জন্য ১১ টি কর্ম কৌশল অন্তর্ভুক্ত করে “উন্নয়নের পথনকশা: বাংলাদেশ চা শিল্প” তৈরি করা হয়; যা ৩১ জানুয়ারি, ২০১৭ খ্রিস্টাব্দে মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক অনুমোদিত হয়। অনুমোদনের পর গত পাঁচ (০৫) বছরে “উন্নয়নের পথনকশা: বাংলাদেশ চা শিল্প” এর কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং এর বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে।
  • বান্দরবান, লালমনিরহাট এবং পঞ্চগড় জেলায় চা আবাদ সম্প্রসারণের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।
  • বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উচ্চ ফলনশীল ২৩টি ক্লোন এবং একটি বাই- ক্লোনেল বীজ উদ্ভাবন।
  • বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক সমন্বিত বালাই ব্যবস্থাপনা, জৈব সার এবং ভার্মি কম্পোস্ট উদ্ভাবন।
  • বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এ দেশের সর্বপ্রথম স্বয়ংক্রিয় “গ্রিন টি কারখানা” স্থাপন।
  • চা গবেষণায় উন্নয়নের জন্য বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এবং চা গবেষণা ইনস্টিটিউট, চাইনিজ একাডেমি অফ অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস (টিআরআই, সিএএএস) এর মধ্যে ০৬ ফেব্রুয়ারী, ২০১৬ খ্রিস্টাব্দে “সমঝোতা স্মারক” স্বাক্ষর।
  • “চা সেবা” এবং “দুটি পাতা একটি কুড়ি” নামে দুটি মোবাইল অ্যাপ চালু।
  • “বাংলাদেশ চা” প্রচারের জন্য চারটি (০৪) প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র স্থাপন; এবং “বাংলাদেশ চা” নামে একটি বিশ্বমানের চা ব্র্যান্ড তৈরি করার পাশাপাশি আকর্ষণীয় প্যাকেজসহ উপস্থাপন।
  • ০৮ ডিসেম্বর, ২০১৭ খ্রিস্টাব্দে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র চালু।
  • ২০২০ খ্রিস্টাব্দে দেশের উত্তরবঙ্গে রেকর্ড পরিমাণ ১০.৩০ মিলিয়ন কেজি চা উৎপাদন।
  • অনলাইনে চা লাইসেন্স আবেদন গ্রহণ এবং লাইসেন্স প্রদানের লক্ষ্যে ‘অনালাইন টি লাইসেন্স সিস্টেম’ চালুকরণ।
  • ক্ষুদ্র চা চাষীদের হাতে কলমে চা চাষ বিষয়ে প্রশিক্ষণের জন্য বাংলাদেশ চা বোর্ড কর্তৃক “ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল” চালু।