Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ অক্টোবর ২০২০

বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘Eradication of Rural Poverty by Extension of Small Holding Tea Cultivation in Lalmonirhat” প্রকল্পের আওতায় আজ (২৪.১০.২০২০ খ্রিস্টাব্দ) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলাস্থ প্রকল্প কার্যালয়ে “সুষম সারের মাত্রা নির্ধারণ ও তার প্রয়োগ পদ্ধতি” বিষয়ে ক্ষুদ্র চা আবাদকারীদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সামিউল আমিন। বাংলাদেশ চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক জনাব মোঃ আরিফ খানের পরিচালনায় এবং সরকারি খামার তত্ত্বাবধায়ক জনাব মোহাম্মদ ছায়েদুল হকের সার্বিক সহযোগিতায় জেলার আদিতমারি, কালিগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ক্ষুদ্র চা আবাদকারীদের অংশগ্রহণে প্রশিক্ষণটি সম্পন্ন হয়। এছাড়া প্রশিক্ষণের পূর্বে নতুন চা চাষী সংগ্রহ ও চা চাষে সাধারণ মানুষকে উৎসাহ প্রদানের নিমিত্ত একটি র্যা লি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, লালমনিরহাট জেলায় ক্ষুদ্রায়তন চা আবাদ সম্প্রসারণের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দারিদ্র বিমোচনের লক্ষ্যে জুলাই, ২০১৫ খ্রিস্টাব্দ থেকে প্রকল্পটি চলমান রয়েছে।


প্রকাশন তারিখ : 2020-10-24