Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ নভেম্বর ২০২১

দেশের চা বাগানের ব্যবস্থাপক/সহকারি ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক পরিচালিত ‘Professional Diploma In Tea Management (PDTM)’ কোর্সের ২৫তম ব্যাচে ভর্তির জন্য চা কোম্পানি/বাগান/ব্যবস্থাপক/চা শিল্পকে কেন্দ্র করে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের হতে নির্ধারিত ফর্মে আবেদন আহবান করা যাচ্ছে। নির্ধারিত কোর্স ফি সহ পূর্ণাঙ্গ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১.১২.২০২১ খ্রি. তারিখ।


প্রকাশন তারিখ : 2021-11-07

২৫ তম ‘Professional Diploma In Tea Management (PDTM)’ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি:

দেশের চা বাগানের ব্যবস্থাপক/সহকারি ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক পরিচালিত ‘Professional Diploma In Tea Management (PDTM)’ কোর্সের ২৫তম ব্যাচে ভর্তির জন্য চা কোম্পানি/বাগান/ব্যবস্থাপক/চা শিল্পকে কেন্দ্র করে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের হতে নির্ধারিত ফর্মে আবেদন আহবান করা যাচ্ছে। নির্ধারিত কোর্স ফি সহ পূর্ণাঙ্গ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১.১২.২০২১ খ্রি. তারিখ।

আগামী জানুয়ারি ২০২২ খ্রি. হতে ক্লাস শুরু হবে। উল্লেখ্য, PDTM কোর্সটি ১২টি মডিউলে ২ বছরে সমাপ্ত হবে। প্রতিটি মডিউলের আওতায় ৫ দিন ক্লাস হবে। কোর্সটি বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ), শ্রীমঙ্গল, মৌলভীবাজার এর ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:

ড. এ কে এম রফিকুল হক

পরিচালক (ভা:)

প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ), বাংলাদেশ চা বোর্ড,

শ্রীমঙ্গল, মৌলভীবাজার

মোবাইল: ০১৭১১৮৬৭৪৮৪

ই-মেইল: directorbtbpdu@gmail.com

ওয়েব সাইট: www.teaboard.gov.bd  www.pduteaboard.gov.bd