Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশের উত্তরাঞ্চলে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের নিমিত্তে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কালটিভেশন ইন নর্দান বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ চা বোর্ড আঞ্চলিক কার্যালয়ে ৯ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ সকাল ১০.০০ টা থেকে পঞ্চগড় জেলায় ক্ষুদ্র চা চাষিদের জন্য “চা আবাদীতে প্রুনিং ও পাতা চয়ন পদ্ধতি বিষয়ক” দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলার ৫২ জন ক্ষুদ্র চা চাষি উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় চা আবাদীতে প্রুনিং ও পাতা চয়ন পদ্ধতি ও চায়ের পোকামাকড় ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত তাত্ত্বিক ও ব্যবহারিক আলোচনা হয় এবং হাতে কলমে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত কর্মশালায় অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে পঞ্চগড় জেলার ক্ষুদ্র পর্যায়ে চা চাষিরা সঠিক পদ্ধতিতে চা গাছ ছাঁটাই ও পাতা চয়ন করতে সক্ষম হবে। এতে পঞ্চগড়ের টেকসই ও গুণগতমান সম্পন্ন চা উৎপাদনের মাধ্যমে চা চাষের এক নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।


প্রকাশন তারিখ : 2019-12-09