Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ এপ্রিল ২০১৮

বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) গত ৪ এপ্রিল, ২০১৮ তারিখে পঞ্চগড়ের তেঁতুলিয়ার কালান্দিগজে ক্ষুদ্র পর্যায়ে চা চাষীদের ‘চায়ের টিপিং, প্লাকিং, সার প্রয়োগ এবং পোকামাকড় ও রোগবালাই দমন কৌশল বিষয়ক’ এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তৌফিক আহমেদ এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ক্ষুদ্র চা চাষীদের চা চাষের নানা দিক নিয়ে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) চা বাগান ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক এবং ক্ষুদ্র চা চাষীদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনার আয়োজন করে থাকে।


প্রকাশন তারিখ : 2018-04-04