Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ ডিসেম্বর ২০২২

মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আজ (১৬.১২.২০২২ খ্রি.) বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর পরিবারের সকল সদস্যসহ মুক্তিযুদ্ধে বীর শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং কর্মচারীদের চিকিৎসার্থে অনুদানের চেক বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।


প্রকাশন তারিখ : 2022-12-16

প্রেস বিজ্ঞপ্তি

চা বোর্ডে বিজয় দিবস উদযাপিত

চট্টগ্রাম, ১৬ ডিসেম্বর ২০২২ খ্রি.: মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আজ (১৬.১২.২০২২ খ্রি.) বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর পরিবারের সকল সদস্যসহ মুক্তিযুদ্ধে বীর শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং কর্মচারীদের চিকিৎসার্থে অনুদানের চেক বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি মহোদয় বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে।

তিনি বলেন, জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের উন্নত ও সমৃদ্ধ দেশের কাতারে পৌঁছানোর লক্ষ্যে কর্মক্ষেত্রে আমাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

আলোচনা সভা শেষে বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের মাঝে ‘চেয়ারম্যান চা বোর্ড’ বৃত্তির চেক, সনদ ও ক্রেস্ট বিতরণ এবং কর্মচারীদের মাঝে চিকিৎসা অনুদানের চেক বিতরণ করা হয়।

বোর্ডের ভারপ্রাপ্ত সচিব জনাব মোহাম্মাদ রুহুল আমীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বোর্ডের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (পরিকল্পনা) সুমন শিকদার, ভারপ্রাপ্ত উপ-পরিচালক (বাণিজ্য) মুহাম্মদ মদহুল কবীর চৌধুরীসহ বোর্ডের সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।