Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জুলাই ২০১৯

শ্রীলংকা টি রিসার্চ ইনস্টিটিউট (TRI’s) এর আমন্ত্রণে বাংলাদেশ চা বোর্ড এর সদস্য (গবেষণা ও উন্নয়ন) জনাব মো: গোলাম মাওলা, প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ) এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. এ কে এম রফিকুল হক, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মো: রিয়াদ আরেফিন এবং জনাব মো: আরিফুর রহমান ভূঁইয়া গত ১০-১৪ জুন ২০১৯খ্রি: তারিখ পর্যন্ত ০৫ (পাঁচ) দিনের একটি Exposure Visit এ শ্রীলংকা সফর করেন। বাংলাদেশের চায়ের উৎপাদন বৃদ্ধিতে কিভাবে ক্ষুদ্রায়তন চা আবাদ ব্যাপকভাবে সম্প্রসারণ করা যায় এবং এ ক্ষেত্রে শ্রীলংকার অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য সরেজমিনে পরিদর্শন করার লক্ষ্যে বাংলাদেশ চা বোর্ডের চার সদস্যের এ টিম উক্ত Exposure Visit এ শ্রীলংকা টি রিসার্চ ইনস্টিটিউট, শ্রীলংকা টি বোর্ড, চা নিলাম কেন্দ্র, ব্রোকার হাউজ, চা প্রক্রিয়াকরণ পদ্ধতি এবং ক্ষুদ্রায়তন চা বাগান পরিদর্শন করেন। এ Exposure Visit এর মাধ্যমে বাংলাদেশে ক্ষুদ্রায়তন চা আবাদ সম্প্রসারণের মাধ্যমে চা’র উৎপাদন বৃদ্ধি এবং চায়ের উপর গবেষণার ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।


প্রকাশন তারিখ : 2019-07-01