Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ সেপ্টেম্বর ২০১৮

পঞ্চগড় জেলায় ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের নিমিত্তে বিগত ১২ সেপ্টেম্বর ২০১৮ ইং তারিখে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন নর্দান বাংলাদেশ প্রকল্পের আওতায় এক বর্ণাঢ্য র্যা লী ও দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও সদস্য (গবেষণা ও উন্নয়ন), বাংলাদেশ চা বোর্ড জনাব মো: গোলাম মাওলা। এছাড়াও উক্ত কর্মশালায় পঞ্চগড় জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপ পরিচালক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ, জনপ্রতিনিধি, জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, মসজিদের ইমামগণ, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, চা চাষে সফল কৃষক ও আগ্রহী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশন তারিখ : 2018-09-12