Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ডিসেম্বর ২০২৩

লালমনিরহাটে চা বোর্ডের স্থায়ী অফিস চালু (২১.১২.২০২৩খ্রি.)


প্রকাশন তারিখ : 2023-12-21

প্রেস রিলিজ

লালমনিরহাটে চা বোর্ডের স্থায়ী অফিস চালু

লালমনিরহাট; ২১ ডিসেম্বর, ২০২৩: লালমনিরহাটে চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে চাষিদের দোর গোড়ায় খুব সহজে প্রযুক্তিগত সহায়তা ও প্রণোদনা পৌছে দিতে স্থায়ী অফিস চালু করলো চা বোর্ড। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর, ২০২৩ খ্রি.) সদর উপজেলার মহেন্দ্রনগর, চিনিপাড়া এলাকায় অফিস ভবন উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চা বোর্ডের চেয়ারম্যান বলেন, “চা বোর্ড লালমনিরহাটে চা চাষ সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ দারিদ্র বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে। স্থায়ী অফিস নির্মাণের ফলে ভবিষ্যতে জেলায় চা চাষ আরও বৃদ্ধি পাবে।”

স্থানীয় জনগণকে চা চাষে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “এ অফিস থেকে বৈজ্ঞানিক উপায়ে চা চাষের সকল কলাকৌশল, প্রযুক্তিগত সহায়তা ও প্রণোদনা খুব সহজে চাষিদের মাঝে পৌছে দেওয়া হবে। এতে চা আবাদ বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে।”

প্রকল্প পরিচালক মো: আরিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং চা বোর্ডের পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সফল চা চাষি ও চা চাষে আগ্রহী কৃষকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “ইরাডিকেশন অব রুরাল পভার্টি বাই এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কালটিভেশন ইন লালমনিরহাট” শীর্ষক প্রকল্পের আওতায় জেলায় বোর্ডের নিজস্ব জমিতে অফিস ভবন নির্মাণ করা হলো। প্রকল্পের আওতায় জেলায় প্রায় ২৪৭.০০ একর চা আবাদের মাধ্যমে ৭০০ জন হত-দারিদ্র পরিবারের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বর্তমানে সবুজ চা পাতা বিক্রির মাধ্যমে চাষীদের আর্থ-সামাজিক উন্নয়ন হচ্ছে এবং নতুন চা চাষীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলতি ২০২৩ সাথে প্রায় ৮.০০ লক্ষ কেজি সবুজ চা পাতা উৎপাদিত হয়েছে।