Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ নভেম্বর ২০১৮

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ক্ষুদ্রায়তন চা চাষীদের অংশগ্রহণে ‘চা আবাদী সম্প্রসারণের কর্ম-কৌশল’ শীর্ষক কর্মশালা আজ (১৯ নভেম্বর, ২০১৮) অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই), ফটিকছড়ি উপকেন্দ্র এর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ), মানিকছড়ি উপজেলা অডিটোরিয়ামে উক্ত কর্মশালার আয়োজন করে। বেগম তামান্না মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মানিকছড়ি এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক এবং বিশেষ অতিথি হিসাবে জনাব অসীম কুমার সাহা, বিটিআরআই এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফটিকছড়ি উপকেন্দ্র, চট্টগ্রাম উপস্থিত ছিলেন।


প্রকাশন তারিখ : 2018-11-19