Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ মে ২০১৮

বাংলাদেশ চা বোর্ডের ‘এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন চিটাগাং হিল ট্যাক্টস’ প্রকল্পের আওতায় বান্দরবান জেলায় ক্ষুদ্রায়তন চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে আজ ২৫ মে, ২০১৮ তারিখে বাংলাদেশ চা বোর্ডের বান্দরবান উপকেন্দ্রে ক্ষুদ্র চা চাষীদের মাঝে চা চারা বিতরণ করা হয়। চাষীদের মাঝে চা চারা বিতরণের সময় বাংলাদেশ চা বোর্ডের অর্থনীতিবিদ জনাব জি এম আহসান হাবিব, উন্নয়ন কর্মকর্তা জনাব আমির হোসেন, জনসংযোগ ও শ্রমকল্যাণ কর্মকর্তা জনাব মো: রাজিবুল হাসান, গবেষণা কর্মকর্তা জনাব নাজমুল আলম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চারা বিতরণ শেষে তাঁরা ক্ষুদ্র চা চাষীদের চা সম্প্রসারণ এলাকা পরিদর্শন, চারা রোপন কার্যক্রম পরিবীক্ষণ এবং চারা রোপনের নানা কলাকৌশল সম্পর্কে চাষীদের ধারণা প্রদান করেন। উল্লেখ্য গত ১৬/০৫/২০১৮ তারিখ থেকে বান্দরবানের ক্ষুদ্র চা চাষীদের মাঝে চারা বিতরণ কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত ৪৫,০০০ চা চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণের ফলে এ অঞ্চলের ক্ষুদ্র চা চাষীদের মাঝে চা চাষে বাড়তি উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে। বান্দরবানে চা চাষ সম্প্রসারণে পর্যায়ক্রমে ৬ লাখ চা চারা চাষীদের মাঝে বিতরণ করা হবে।


প্রকাশন তারিখ : 2018-05-25