Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ নভেম্বর ২০২০

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ও বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস” শীর্ষক প্রকল্পের আওতায় বান্দরবান পার্বত্য জেলায় ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে চা শিল্পের সাথে সম্পৃক্ত অংশীজনদের নিয়ে ১৯ নভেম্বর, ২০২০ খ্রিষ্টাব্দ তারিখ, বৃহস্পতিবার সকাল ১১.৩০ ঘটিকায় বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ শফিউল আলম এঁর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোঃ জাফর উদ্দীন মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানী) জনাব মোঃ ওবায়দুল আজম, বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী (যুগ্ম সচিব) এবং বাংলাদেশ চা বোর্ড ও সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বান্দরবান চা চাষী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সদস্যবৃন্দ, বিভিন্ন মৌজার হেডম্যান, ক্ষুদ্র চা চাষীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাণিজ্য সচিব মহোদয় পরবর্তীতে প্রশিক্ষণ কর্মশালা ও চা চারা রোপন কার্যক্রমও উদ্বোধন করেন।


প্রকাশন তারিখ : 2020-11-19

প্রেস বিজ্ঞপ্তি