Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd অক্টোবর ২০২১

কাপ্তাই ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শন করেন চা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি মহোদয়


প্রকাশন তারিখ : 2021-10-03

প্রেস বিজ্ঞপ্তি

কাপ্তাই ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শনে চা বোর্ডের চেয়ারম্যান

চট্টগ্রাম, ০৩ অক্টোবর ২০২১ খ্রি.: বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি আজ (০৩.১০.২০২১খ্রি.) রবিবার কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শন করেন। এসময় তিনি বাগানে বিটি-২ জাতের চারা রোপণ এবং আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে বাগানের চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেন। এছাড়া চা বোর্ডের চেয়ারম্যান ওয়াগ্গাছড়া চা বাগানের কারখানা পরিদর্শন করেন।।

পরিদর্শনকালে অতিরিক্ত সচিব ও বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মাদ রুহুল আমিন, উপ-পরিচালক (পরিকল্পনা) মুনির আহমদ, ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী, পরিচালক খোরশেদুল আলম কাদেরী, পরিচালক ফয়সাল আমীন কাদেরী, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং বাগানের শ্রমিক ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।