Wellcome to National Portal
বাংলাদেশ চা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশ চা বোর্ড এর আওতাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) কর্তৃক আয়োজিত ছয়দিন ব্যাপী (১১.০২.২৩-১৬.০২.২৩) “৫৭তম বিটিআরআই বার্ষিক কোর্স-২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠান গত ১১.০২.২০২৩ খ্রি. তারিখে পিডিইউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।


প্রকাশন তারিখ : 2023-02-11

৫৭তম বিটিআরআই বার্ষিক কোর্স-২০২৩ উদ্বোধন (১১.০২.২০২৩খ্রি.)

শ্রীমঙ্গল; ১১.০২.২০২৩খ্রি: বাংলাদেশ চা বোর্ড এর আওতাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) কর্তৃক আয়োজিত ছয়দিন ব্যাপী (১১.০২.২৩-১৬.০২.২৩) “৫৭তম বিটিআরআই বার্ষিক কোর্স-২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠান গত ১১.০২.২০২৩ খ্রি. তারিখে পিডিইউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ড-এর চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রকল্প উন্নয়ন ইউনিট-এর পরিচালক ড. এ.কে.এম রফিকুল হক এবং বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান জনাব এম. শাহ আলম উপস্থিত ছিলেন।

এছাড়া প্রশিক্ষণার্থীসহ সিনিয়র প্ল্যান্টার্স, বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, বিটিআরআই এর বিজ্ঞানীবৃন্দ ও পিডিইউ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিটিআরআই কর্তৃক চা বাগানে যোগদানকৃত নতুন সহকারী ব্যবস্থাপকদের দক্ষতা উন্নয়নে প্রতি বছর বার্ষিক কোর্স আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী এ আবাসিক কোর্স-এর মাধ্যমে অংশগ্রহণকারীদের চা আবাদ, নার্সারি, সেচ, মাটির উর্বরতা, কীটনাশন ব্যবহার, প্রুনিং, প্লাকিং, চা প্রক্রিয়াজাতকরণ, টি টেস্টিং এবং চা বিপণন প্রক্রিয়াসহ নানা বিষয়ে বৈজ্ঞানিক কৌশল, কারিগরি ও প্রায়গিক জ্ঞান বিতরণ করা হয়।